আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা। আজ আমার ৩য় লেখাটি শেয়ার করবো বরাবরের মত ছোট্র একটি গুরুত্বপূর্ন সফটওয়্যার নিয়ে।
IDM
হল ডাউনলোড করার জন্য অন্যতম সেরা সফটওয়্যার। ডাউনলোড করার জন্য যার কোন
তুলনা নাই। এটা দ্বারা খুব সহজে ইন্টারনেট থেকে ভিডিও গান ছবি ইত্যাদি খুব
সহজে এবং খুব দ্রুততার সঙ্গে ডাউনলোড করা যায়। ইন্টারনেট ডাউনলোড
ম্যানেজার বা IDM নিয়ে নতুন করে কিছু বলার নেই। কম্পিউটার ব্যবহার করে
কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করে না এমন লোক খুজে পাওয়া মুশকিল।
তবে
IDM এর অরিজিনাল ফুল ভার্সন টাকা দিয়ে কিনতে হয়। আর বিভিন্ন সাইটে ফুল
ভার্সনের কথা বলে ডাউনলোড করতে বলা হয়। এতে কম্পিউটার ইউজার রা ঝামেলায়
পড়েন।
আবার কোন কোন সাইটে বলা হয় সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন করতে।
যদিও এটা কিছুটা কাজ করে তবে ইনস্টল করার ঝামেলায় পড়তে হয় বা অনেক সময়
ইনস্টল ও হয় না।
তাই আজ আপনোদের সাথে ঝামেলা মুক্ত ১০০% সিকিউর IDM7.1
সফটওয়্যারটি শেয়ার করবো। আর এর সাইজ মাত্র ৩ এম.বি। লাগবে না কোন সিরিয়াল
কি। শুধু ডাবল ক্লিক করে ইনস্টল করলেই কাজ করবে আজীবন। একবার ব্যবহার
করলে আসল মজাটা বুঝতে পারবেন।
সফটওয়্যারটির ডাউনলোড লিংক : IDM : Internet Download Manager
Wednesday, November 30, 2016
ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 7.1 IDM ফুল ভার্সন এবং আজীবন মেয়াদী
Subscribe to:
Post Comments (Atom)
Categori
- 3G (6)
- Android (7)
- Computer (2)
- Dawnload (49)
- Games (1)
- Google (3)
- Honours (6)
- I Phone (1)
- Internet (6)
- Movie Review (54)
- National University (10)
- Outsourcing (1)
- PSC Result (2)
- Result (7)
- Torrent (4)
- Windows Phone (2)
- Yahoo (1)
- Youtube (2)
No comments:
Write comments