Wednesday, November 30, 2016

Kshanam (2016)


যদি আপনার ভালোবাসার মানুষটির অন্যের সঙ্গে বিয়ে হয়ে যায় এবং তার শিশুটি কিডন্যাপ হয়ে যাওয়ার পর, আপনার কাছে সে সাহায্য চায় তাহলে আপনি কি করতে পারেন ???? এইরকমটি ঘটেছে এই মুভির নায়কের সাথে। নায়ক তার ব্রোকেন হার্ট নিয়ে......তার ভালোবাসার মানুষটিকে সাহায্য করতে এগিয়ে আসে। সে প্র্রথমে যায় পুলিশের কাছে......কিন্তু তারা ফাইল বন্ধ করে দিয়েছে। যে রোড থেকে শিশুটি কিডন্যাপ হয়......সেখানকার CCTV থেকে কোনো সন্ধান মেলে না। এমতাবস্থায় নায়ক শেষ উপায় হিসেবে পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেয়। তখন নায়ক জানতে পারে....নায়িকার কোনো শিশু ছিল না....। সে জানতে চায় নায়িকা তাকে কেন মিথ্যা বললো ? নায়িকাকে অবিশ্বাস করার কারনে......মনের দুঃখে নায়িকা আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করলো নায়িকা .....তাহলে কি নায়িকা সত্যি ছিল ??????এখন থেকেই মুভির কাহিনী শুরু.....মাথা নষ্ট করে দেয়ার মতো একটা তেলেগু থ্রিলার মুভি।(Review:-Addiction)
বাংলা সাবটাইটেলসহ ডাউনলোড লিঙ্ক (147MB,331MB & 1.47GB)
►ডাউনলোড লিঙ্ক--->>> https://goo.gl/vzqFD1



No comments:
Write comments

Facebook

Categori