The Thinning (2016)
.
Genre: Sci-fi, Thriller
Country: USA
Language: English
.
#Ratings
Imdb: 6.3/10
rottentomatoes: 71%
personal: 6/10
.
.
দ্য থিনিং এক রহস্যময় ভবিষ্যতের গল্প।
.
সাল ২০৩৯।
যখন ক্রমবর্ধমান জনসংখ্যার ভারে নুয়ে পড়া
পৃথিবীতে জনসংখ্যার সাম্যাবস্থা টিকিয়ে
রাখা জরুরী হয়ে পড়ে।
অতিরিক্ত এ জনসংখ্যা ছাটাই করতে দেশে দেশে
বিভিন্ন রকম পদ্ধতি আবিষ্কৃত হয়।
.
পৃথিবীর মানৃষ হিসেবে বেঁচে থাকার যোগ্যতা কাদের আছে?
কিভাবেই বা তাদের খুজে বের করা হবে?
.
দ্য গ্রেট নেশন (!) আমেরিকার "উর্বর মস্তিষ্ক"রা
বহু গবেষণা করে সিদ্ধান্ত নেয় যে, এ পৃথিবীটা
অলস, মূর্খ, অপদার্থদের জন্য নয়।
পৃথিবীটা শুধুমাত্র শিক্ষিত, মেধাবী ও বুদ্ধিমানদের জন্যই।
এই ভবিষ্যৎ শিক্ষিত, মেধাবী ও বুদ্ধিমান পৃথিবীবাসীই
পৃথিবীকে আরো সমৃদ্ধ করতে পারবে।
.
এই বিশেষ যোগ্য মানুষগুলোকে খুজে বের করতে
এক বিশেষ হাই-স্কুল মান নির্ধারক পরীক্ষা চালু করা হয়।
যার নাম দ্য থিনিং (অফিসিয়াল নামটা ভুলে গেছি)
সেই পরীক্ষায় যারা পাস করবে শুধু তারাই বেঁচে থাকবে।
বাকিদের এক্সিকিউট করা হবে।
.
মুভিটা এঞ্জয়েবল ছিলো।
আর বিশেষ ভাবে, আই গেস, আমাদের দেশের
মানুষদের এটা বেশ ভালো লাগবে।
রিলেট করতে পারবেন।
কারণ, বহু আগে থেকেই প্রতি বছর আমাদের দেশে অনুষ্ঠিত হচ্ছে, দ্য থিনিং!!!
.
.
.
.
টরেন্টঃ https://piratenproxy.nl/…/The.Thinning.(2016).WEB-DL.x264.7…
.
ডিরেক্টঃ https://goo.gl/EClTL2
.
সেকেন্ড পার্টের অপেক্ষায় রইলাম।
No comments:
Write comments