Thursday, December 8, 2016

Gentleman (2016) Movie Review & Dawnload

জনরাঃ রোমান্টিক থ্রিলার। রানটাইমঃ ২:২৪:৫০
===================================
.
ছোটো-খাটো একটা আশা ছিলো, কোনো তেলুগু মুভির বাংলা সাব করবো ডিরেক্টলি। ফাইনালি, আজ সে আশা পূরণ হচ্ছে। ইংরেজী বা অন্য কোনো সাব আশার আগেই এই মুভিটির সাব রিলিজ দিচ্ছি। :-) কাজটা সহজ ছিলো না। টাইমিং পারফেক্টলি এড করতে পারলাম কি জানিনা! :-( আর আমি যে তেলুগু খুবই ভালোভাবে পারি, তাও নয়। :-/ তারপরেও, সাবের মান ভালো রাখতে চেষ্টার ত্রুটি রাখিনি। প্রয়োজনে তেলুগু ফ্রেন্ডদের নক করেছি। তবে, ভুল-ভ্রান্ত্রি একটু থাকতেই পারে। সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। :-)
.
মুভিটি আমার অনেক ভালো লেগেছে। তাই, সাবটি করা। আশা করি আপনাদেরও মুভিটি হতাশ করবে না। মূল চরিত্রে আছে- নানি, নিভেদা থমাস, সুরভী। বক্স অফিসে সুপারহিট ছিলো। রেটিং ভালো। ক্রিটিক্স সাইটে প্রশংসিত। :-)
.
.
.
মুভি ডাউনলোড লিংকঃ
ডিরেক্ট-- http://uptobox.com/1op9bas6s75f (2.9GB), http://uptobox.com/kk3wkl2y0t88 (1.4GB), http://usersfiles.com/osk75kkx9inp (700MB), www.indishare.me/zwv56d79lx4z (400MB)
টরেন্ট-- http://bit.ly/2guznQr (2.9GB), http://bit.ly/2fnnxeT (1.4GB), http://bit.ly/2fEzISQ (700MB), http://bit.ly/2fAOfMm (400MB)
.
বাংলা সাবটাইটেলঃ  https://subscene.com/subtitles/gentleman-2016/bengali/1460276

 .
ভিডিও কোয়ালিটি HDRip হলেই সাব মিলবে। রানটাইম- ২ ঘন্টা ২৪ মিনিট ৫০ সেকেন্ড। কিছু ভিডিওতে ১ সেকেন্ড বেশি আছে, সেগুলোতে ১ সেকেন্ড সিঙ্ক করে নেওয়া লাগবে হয়তো।
.
.
তাহলে আর কি?? দেখে ফেলুন। আর দেখার পর অনুভুতি জানিয়ে ছোট করে হলেও, রিভিউ দিতে পারেন! ;-) ভবিষ্যতে ভাষাটা আরো ভালোভাবে রপ্ত করে, ডিরেক্ট সাবে নিয়মিত হতে পারি। যদি সময় পাই.... আপাতত আর না। :3
.
বিঃদ্রঃ স্বাভাবিক (অনুবাদ) বাংলা সাব থেকে একটু কম প্রত্যাশা রাখবেন। তবে, সাবসিনে রেটিং অবশ্যই ১০/১০ করবেন!

No comments:
Write comments

Facebook

Categori