* শাহরুখ খানের রিসেন্ট টাইমের সবচেয়ে বেশি ম্যাসি লুক দেখতে পেলাম। এতো রাগী লুকে শাহরুখকে কবে দেখেছি মনে নেই! যদিও শাহরুখ খান তার রোম্যান্টিক রোলগুলোর জন্য বেশি আইকনিক। কিন্তু ট্রেইলার দেখে বোঝা গেল এ মুভিতে এসব রোমান্স এলিমেন্ট খুব বেশি থাকবে না। এতে আমি খুব খুশি। কারন এটলিস্ট ডিফারেন্ট শাহরুখ খানকে দেখতে পাবো।
* মুভিতে নাওয়াজের সাথে শাহরুখের ভালোই ডায়লগবাজি আছে বলে মনে হচ্ছে যেটা সবচেয়ে বেশি চাচ্ছিলাম। ট্রেইলারের এক অংশে নাওয়াজ বলে-"তুই যেটাকে ব্যবসা বলিস ওটা হচ্ছে ক্রাইম। ধান্দা বন্ধ কর নাহলে তোর শ্বাস নেয়াটাও মুশকিল করে দিবো।" এর জবাবে শাহরুখ যখন বলে- "গুজরাটের হাওয়ায় ভিয়াপার(ব্যবসা) আছে সাহেব, আমার শ্বাস তো থামাতে পারবেন কিন্তু এই হাওয়া কিভাবে থামাবেন!" এই মোমেন্টে সত্যিকার অর্থেই গুসবাম্প হয়।
* মাহিরা খানকে অল্পই দেখা গেছে ট্রেইলারে। কিন্তু যতক্ষণই দেখা গিয়েছে তাকে অনেক কিউট লেগেছে। তার ওপরে ক্রাশড।
* ট্রেইলারের সবচেয়ে বড় প্লাসপয়েন্ট হচ্ছে এর ডায়লগগুলো। ম্যাসি এবং এর সাথে সাথে থট প্রভোকিংও।
* মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক ভয়াবহ রকমের আবেদন সৃষ্টি করে। অনেকটা আগেরকার দিনের মুভির মিউজিকের মতো ফিল পাওয়া যায়। আশা করি রাম সামপাথ ভালোই মিউজিক দিয়েছে পুরো মুভিতে। সানি লিওনের "লায়লা ও লায়লা" গানের অল্প কিছু ঝলক দেখা গিয়েছে ট্রেইলারে।
* যদিও আড়াই মিনিটের ট্রেইলার দেখে পুরো মুভি কেমন হবে তা বোঝা সম্ভব নয়। তবে মুভি যদি অনেক বেশি ভালো হয় ট্রেইলারের মতো তাহলে এর সিংহভাগ ক্রেডিট আমি দিবো ডিরেক্টর রাহুল ধোলাকিয়া কে। কারন তার কারনেই নতুন ইমেজে শাহরুখকে দেখার সৌভাগ্য হবে।
* যাই হোক মুভি সিঙ্গেল স্ক্রিন কাঁপাবে বোঝাই যাচ্ছে। আর শাহরুখের মুভি মাল্টিপ্লেক্সে সবসময়েই ভালো করে। ওভারঅল মুভিটি যদি সোলো রিলিজ হওয়ার চান্স পেতো তাহলে একটু বেশি খুশি হতাম। আর হ্যাঁ, মুভির রিলিজ ডেট কিন্তু একদিন এগিয়ে দিয়েছে। অথাৎ,মুভিটি রিলিজ হবে ২৫ জানুয়ারি,২০১৭ তে!
অফিসিয়াল ট্রেইলার---
No comments:
Write comments